বীরগঞ্জে “মনি স্যার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট” এর উদ্বোধনকালে মনোরঞ্জন শীল গোপাল এমপি
রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশে ক্রীড়াঙ্গণে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে হয়েছে। কারণ শেখ হাসিনা ক্রীড়া বান্ধব সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রী মায়ের মত হয়ে দিয়ে খেলোয়াড়দের সব ধরনের সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন। যাতে তারা দেশের সম্মান বৃদ্ধি করতে পারে। রোবরার (৭ নভেম্বর ২০২১) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ পারলিক লাইব্রেরি’র আয়োজনে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৩য় বারের মতো “মনি স্যার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসসব কথা বলেন। খেলোয়াড়দের উদ্দেশ্যে এমপি গোপাল আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় মনোযোগী হতে হবে। তাই ভালভাবে লেখাপড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে। খেলাধুলা শরীর ও মন উভয়কে সুস্থ রাখে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকা- থেকে মানুষকে দুরে রাখে। সুতরাং সুনাগরিক হতে হলে লেখাপড়ার কোনও বিকল্প নেই। বীরগঞ্জ পারলিক লাইব্রেরি’র সভাপতি মো. রোকনুজ্জামান বিপ্লব এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি প্রমুখ। খেলার উদ্বোধন থেকে শুরু করে মনোমুগ্ধকর ধারা ভাষ্য দিয়ে ক্রীড়া প্রেমী দর্শকদের মাঠে ধরে রাখেন মোঃ রফিক। এর আগে বেলুন-ফেস্টুন উড়িয়ে ৩য় মনি স্যার স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন এমপি গোপাল। এরপর দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন তিনি। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন বগুড়া শহীদ তারেক স্মৃতি সংঘ রংপুর পীরগঞ্জের জয় স্পোর্টিং ক্লাব।